ছাত্র-ছাত্রীদের নিয়মশৃঙ্খলা ও আচরণবিধি

    1. প্রতিটি কাজের দিনে বিদ্যালয় শুরুর ১০ মিনিট আগে (১০-৪০ মিনিট) সকল ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থনা সভায় যোগ দিতে হবে। প্রার্থনা সভার পর সারিবদ্ধভাবে সকলকে নিজ নিজ শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে | 
    2.  প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বাধ্যতামূলকভাবে বিদ্যালয়ের নির্ধারিত নিম্নরূপ পোশাক পরে আসতে হবে-

                              

  •   ছেলেদের হাফহাতা / ফুলহাতা সাদা রঙের নক্শাবিহীন জামা এবং গাঢ় নীল রঙের হাফ / ফুল প্যান্ট পরতে হবে। শারীরশিক্ষার দিনে উপরোক্ত রঙের হাফ প্যান্ট এবং সাদা রঙের গোল গলা গেঞ্জি পরতে হবে।
  •  নবম শ্রেণী থেকে প্রত্যেক মেয়েদের নক্শাবিহীন শাড়ী / সালোয়ার কামিজ পরে বিদ্যালয়ে আসতে হবে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মেয়েদের স্কার্ট ও জামা পরে আসতে হবে। মেয়েদের শাড়ী ও জামার রং সাদা হবে। শাড়ীর পাড় এবং স্কার্টের রং গাঢ় নীল হবে।  শারীরশিক্ষার দিনে ঐ একই রঙের সালোয়ার কামিজ পরে আসতে হবে।
  •  শীতে ছাত্র-ছাত্রী উভয়কে গাঢ় নীল রঙের নক্শাবিহীন সোয়েটার পরতে হবে
  •  সকল ছাত্র-ছাত্রীদের নীল রঙের কেডস্ ও সাদা মোজা পরতে হবে।
  •  সকল ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের পরিচয় পত্র (আই কার্ড) নিয়মিত ব্যবহার করতে হবে।

3. ছাত্র-ছাত্রীদের নিজ নিজ শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার দায়িত্ব পালন করতে হবে।

4. প্রতি শ্রেণিতে প্রত্যেক ছাত্র-ছাত্রীর শতকরা ৭৫ ভাগ উপস্থিতি বাধ্যতামূলক।

5. শ্রেণি মনিটরের নির্দেশ সংশ্লিষ্ট শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মেনে চলতে হবে এবং তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা চলবে না। বিদ্যালয় চলাকালে বা কোন                     পিরিয়ডের শেষে শ্রেণি মনিটরের অনুমতি ছাড়া শ্রেণিকক্ষের বাইরে যাওয়া যাবে না।

6. বিনা অনুমতিতে কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের বাইরে যেতে পারবে না।

7. নির্দিষ্ট সূচী অনুযায়ী নির্ধারিত প্রতিটি মূল্যায়ন / পরীক্ষায় সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ও অংশগ্রহণ বাধ্যতামূলক।

8. পরীক্ষার ফলাফল ঘোষিত হবার পর কোনও রকম সুপারিশ বা অনুরোধ গ্রাহ্য হবে না।

9. পরীক্ষার ফলাফল ঘোষিত হবার পর কোনও রকম সুপারিশ বা অনুরোধ গ্রাহ্য হবে না।

10. বিদ্যালয়ের সকল অনুষ্ঠানে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক।

Sanjit Biswas

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

“ছাত্রছাত্রীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করতে দিন।”

                                                                             -এ. পি. জে. আব্দুল কালাম।